Friday, June 12, 2015

How to withdraw online earned money- Payza

অনলাইনে আয় করা টাকা উঠানো একটু ঝামেলা। অনেকেই এটা নিয়েচিন্তিত থাকেন। আমি অনলাইন থেকে কিভাবে টাকা উঠাতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিতবলছি।
AlertPay অনেকের কাছেই পরিচিতনাম।Online এ যিনিইকাজ করেছেনতিনি অবশ্যইAlertPay সম্পর্কে জানেন।এই AlertPay এর নতুন নাম Payza, Payza বাংলাদেশ সরকারি ভাবে অনুমদিত,আর বেশিরভাগআরনিং সাইটএখন Payza Support করে। যেকোনো Money Transfer ই Sensetive Payza account খুলাটাওতার বাইরেনয়।নাম ঠিকানাDate of Birth আপনার সকল Documents এরএকটি অন্যেরসাথে অবশ্যইমিল থাকতেহবে।National ID or Passport যেটাই ব্যাবহার করেনকোনও সমস্যানাই।Bank Statement অবশ্যই লাগবে এবংসকল ঠিকানাএকই হতেহবে।সকল Documents scan করে Attachment করতেহবে।যখন $20.00 বা তার বেশি আপনারPayza Account এ জমা হবে তখন 20$ Withdraw করতে পারবেন।শুধুWithdraw অপশন এ ক্লিক করেন।আপনার ব্যাংকName, Account Number & Account Type দিয়েWithdraw করলে ৩-৭ দিনের মধ্যেটাকা আপনারঅ্যাকাউন্ট এ জমা হবে।চার্জ $3.00 যেকোন অ্যামাউন্ট। অর্থাৎ $1000.00 Withdraw করলেও $3.50 or ২৪০.০০ টাকাচার্জ।
www.payza.com  এখানে ক্লিক করি।
তারপর Get Your Personal Account করুন।
এরপর BangladeshSelect  থাকবে আপনিশুধু Personal এ Select করবেন, আশা করিআপনারা এটাকরতেই পারবেন।
Personal এ Select করলেই  আপনার First Name, Last Name, Email, Password দিয়েGET STARTED এ ক্লিক করে এগিয়ে যান, তারপর যা যা তথ্য চাবে সব ঠিক মতো দিন। এরপর  Email verification এর জন্য Payza আপনাকে একটামেইল পাঠাবে,আপনার email Inbox check করে verify করুন।
আপনার email verify হলে payza তে login করুন। আপনার Payza Accountverify করার জন্য আপনার National ID,Passport, Driving License, Bank Statement ৪টির মধ্য থেকেসুবিধা মত এর যেকোনো ২টিAttachment করতে হবে, সেই সঙ্গে আপনারAddress, Mobile number & security code ওদিতে হবে।যে Bank এরমাধ্যমে আপনিআপনার টাকাপেতে চানসেই Bank এরName, Account Number, Location/City সব তথ্য দিয়েcomplete করতে হবে।
এইভাবে সঠিককাগজপত্র দিয়ে আপনার একাউন্ট টিverify করে নিন, আর আপনার কষ্ট-অর্জিত টাকাগুলো নিজেরকাছে আনুন,খুব সহজেই।

Payza account verify না করলে টাকা তুলতে পারবেন না। কিন্তু অনেকের bank account,national id card ইত্যাদি থাকে না। আমার নিজেরও ১৮ বছর না হওয়ায় national id card নেই। তাই অনেকেই verify করতে পারবেন না। তাহলে কি আউটসোর্সিং শেষ হয়ে যাবে? নাঅন্য পদ্ধতিতে আমরা withdraw করতে পারব। অনলাইনে অনেক মানুষ payza থেকে dollar কিনেআপনাকে টাকা দিবে। আপনি আপনার payza account থেকে dollar buyer এর account এ ডলার transfer করলে তিনি আপনাকে cash টাকা দিবেন। এক্ষেত্রে dollarএর মুল্যের থেকে কিছু কম পেতে পারেন।যেমন dollar price 76 taka হলে আপনি 72 টাকায় বিক্রি করতে পারবেন।
এভাবে আপনি আপনার অনলাইনে আয় করা টাকা উঠাতে পারবেন।

1 comment:

  1. Did you know there is a 12 word phrase you can communicate to your partner... that will induce intense feelings of love and impulsive attractiveness for you buried inside his heart?

    That's because deep inside these 12 words is a "secret signal" that fuels a man's instinct to love, adore and look after you with his entire heart...

    =====> 12 Words That Trigger A Man's Love Impulse

    This instinct is so hardwired into a man's mind that it will make him try better than ever before to do his best at looking after your relationship.

    As a matter of fact, fueling this influential instinct is so important to having the best possible relationship with your man that the moment you send your man one of the "Secret Signals"...

    ...You will soon notice him expose his heart and soul to you in a way he never expressed before and he'll see you as the one and only woman in the universe who has ever truly understood him.

    ReplyDelete