Friday, June 12, 2015

How to cashout bitcoin and FAQ

বিটকয়েন কিভাবে আয় করবেন সেটা নিয়ে আগের পোস্টে বিস্তারিত লেখা হয়েছে। এখন বিটকয়েন কিভাবে cashout করবেন সেটা নিয়েলিখছি।

১. মোবাইলে রিচার্জের মাধ্যমেঃ এটা সবচেয়েসহজ cashout পদ্ধতি।
  • প্রথমে https://www.bitrefill.com/bangladesh/ এ যেয়ে সিম সিলেক্ট করেন।তারপরে নিউ পেজে আপনার নাম্বার দিয়ে check করে নিন (অবশ্যই নাম্বারের শুরুতে 88 বা ৮৮ দিবেন) । এর পরে আপনার মেইল এড্রেস চাইবে। মেইল এড্রেস দিয়ে বাম পাশ থেকে এমাউন্ট সিলেক্ট করে পে উইথ বিটকয়েন দিন।
  • নেক্সট পেজে একটা বিটকয়েন এড্রেস দিবে এবং কতো পাঠাতে হবে সেটাও বলা থাকবে।
  • আর আপনি ঐ এড্রেস এ কয়েন পাঠানোর সাথে সাথেই রিসিভ করবে প্রত্যেক বার অর্ডার করলে বেধে দাওয়া হয় ১৪মিনিট।
  • ওই টাইমের মধ্যে সেন্ড করতে হবে।বিটকয়েন সেন্ড করার জন্য আপনার কয়েনবেস ওয়ালেট থেকে “send” click করে “bitcoin address” (যেটা বিট্রিফিল ওয়েবসাইট থেকে আপনাকে দাওয়া হয়েছে) and “bitcoin amount” দিয়ে বিটকয়েন পাঠিয়ে দিবেন। ওয়েবসাইট বিটকয়েন রিসিভ করলেই আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে।

২. অনলাইনে বিটকয়েন বিক্রিকরাঃ ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে বিটকয়েন কেনার মতো মানুষ পাবেন। তারা বিটকয়েনকিনে onlineshopping এ ব্যবহার করে থাকেন। আপনিতাদের কাছে বিটকয়েক বিক্রি করে cash money পেতেপারেন। ছোট amount বিক্রি করার ক্ষেত্রে bkash এরমাধ্যমেই deal করতে পারেন। কিন্তু বড় amount বিক্রি করার জন্য মুখোমুখি deal করাই ভালো।

৩. অনলাইনে শপিং করাঃ www.amazon.com www.alibaba.comইত্যাদি অনলাইন international shopping site থেকে বিটকয়েনের মাধ্যমে শপিং করতে পারবেন। এক্ষেত্রেশিপিং হতে কিছু সময় লাগবে। ঠিক মতো order করতেপারলে আপনি কিছুদিন এর মধ্যেই আপনার product পেয়ে যাবেন।
এই ছিল bitcoin cashout পদ্ধতি।

Frequesntly Asked Questions:
১. বিটকয়েন কি?
উত্তরঃ বিটকয়েন হচ্ছে ইন্টারনেটের মুদ্রা। এটির বাস্তব কোন অস্তিত্ব নেই। ইন্টারনেটের মাধ্যমেই এর লেনদেন হয়। জাপানের সাতোশি নামের এক ব্যক্তি প্রথম এই মুদ্রা ব্যবস্থা চালু করেন।

২. বিটকয়েন কিভাবে আয় করব?
উত্তরঃ সংক্ষেপে পদ্ধতিহচ্ছে- www.coinbase.com ওয়েবসাইটে যেয়ে বিটকয়েনওয়ালেট খুলবেন। সেখান থেকে bitcoin address collect করে save  করবেন। এই address টাই সব ওয়েবসাইটে ব্যবহার করে বিটকয়েন সংগ্রহকরবেন।নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন ওয়েবসাইটে জমা হওয়ার পর সেটি আপনার ওয়ালেটে চলেযাবে।

৩. কয়েনবেসে ২ বা তার বেশি address দেখাচ্ছে। কোনটি ব্যবহার করব?
উত্তরঃ কয়েনবেসে আপনি যতো ইচ্ছা address বানাতে পারবেন। কিন্তু যে কোন একটি address সব ওয়েবসাইটে ব্যবহার করবেন। একটি bitcoin address select করুন এবং তা সংরক্ষন করে রাখুন। এই একটা address সব যায়গায় ব্যবহার করবেন।

৪. কয়েনবেসে “unauthorized device” লেখা আসছে কেন?
উত্তরঃ কয়েনবেস থেকে আপনার ইমেইলে একটি confirmation mail পাঠানো হয়। আপনার ইমেইলে ঢুকে confirmation mail এ দাও্য়া লিংকে ক্লিক করে coinbase account confirm করলে এই সমস্যা আর হবে না। আপনি যখন নতুন কোন ডিভাইস থেকে কয়েনবেসে ঢুকবেন তখন এই লেখা দেখাবে এবং মেইল confirm করতে হবে।

৫.ওয়েবসাইটে ৫৫০০ সাতোশি হয়েছে এবং আমি ইমেইল থেকে confirm করেছি। তাহলে কেন আমার wallet এ বিটকয়েন আসছে না?
উত্তরঃ আপনিইমেইল verify করার পর ২-৩ দিন সময় লাগবে আপনার wallet এ বিটকয়েন আসতে। বিটকয়েন আসবেই। আপনি নিশ্চিন্তেকাজ করে যান। ওয়েবসাইট গুলো সাধারনত সাতোশি শুক্র-রবিবারের মধ্যে কয়েনবেসে পাঠায়। তাই চিন্তার কোন কারন নেই।
৬.ওয়েবসাইটে অনেক বিটকয়েন জমা হয়েছে কিন্তু ওয়ালেটে বিটকয়েন আসছে না কেন?
উত্তরঃ কিছুওয়েবসাইটে অটোমেটিক বিটকয়েন ওয়ালেটে আসে না। এমন সাইটে withdraw অপশন এ যেয়ে বিটকয়েন withdraw করে নিতে হবে।

৭. বিটকয়েন্cashout করব কিভাবে?
উত্তরঃ www.bitrefill.comএই ওয়েবসাইটে যেয়েদেখবেন নির্দিষ্ট টাকা রিচার্জ করার জন্য নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন প্রয়োজন। আপনারওয়ালেটে নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন জমা হওয়ার পর এই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলেরিচার্জ করে নিতে পারবেন। আপনি ফেসবুকে Bangladeshi bitcoin এর অনেক গ্রুপ পাবেন। সেখানে বিটকয়েন কিনতে চায় এমন মানুষ পাবেন। তাদেরকাছে বিটকয়েন বেচতে পারবেন। এছাড়া international online shopping website (example: www.amazon.com) থেকে বিটকয়েন দিয়ে শপিং করতে পারবেন। আমি bitcoin cashout ব্যাপারে আরো details post করব।
৮. ফসেটবক্স থেকে কয়েনবেসে সাতোশি কিভাবে আনব?
উত্তরঃ ফসেটবক্সে ১৩০০০ সাতোশি জমা হওয়ার ১-২ ঘন্টার মধ্যে তা automatic coinbase এ চলে আসবে। আপনাকে কিছু করতে হবে না।
৯. বিটকয়েন দিয়ে কত আয় করা যাবে?
উত্তরঃ আপনি ঠিক মতো সব ওয়েবসাইটে দিনে ২ ঘন্টা ক্যাপচা পুরণ করলে মাসে ১০০০ টাকার বেশি আয় করতে পারবেন। আমরা আরো অনেক পদ্ধতিতে কাজ করব। সেগুলোর পাশাপাশি এই সহজ কাজটি করে কিছু বেশি আয় করা যাবে। আর বিটকয়েন cashout করা সবচেয়ে সহজ।

4 comments:

  1. আপনারা বিকাশ একাউন্টের মাধ্যামে টাকা উোত্তলন করা যায় না কেন এই সিষ্টেম চালু করেন না কেন।দয়া করে এই সিষ্টেম টা চালু করলে উপকৃত হব।

    ReplyDelete
  2. If you are searching for the #1 Bitcoin advertising network, try MellowAds.

    ReplyDelete
  3. If you're looking to buy bitcoins online, Paxful is the best source for bitcoins as it allows buying bitcoins by 100's of payment methods, such as MoneyGram, Western Union, PayPal, Credit Card and even converting your gift cards for bitcoins.

    ReplyDelete
  4. Is $5,000+ per month really possible from AliExpress Affiliate website?

    On Average Over $1,600 is Earned Per Affiliate Monthly, AliExpress is One Untapped E-commerce Monster offering a 50% Commission Rate That Has Made Amazon and eBay Affiliate Program a Childs Play

    ReplyDelete