Friday, June 12, 2015

Blog Introduction

আসসালামু আকাইকুম। বাংলাদেশী আর্নার্স ব্লগে আপনাকে স্বাগতম। এই ব্লগটি তে আউটসোর্সিং শিখানো হবে। আমরা প্রতিদিন ফেইসবুকে প্রচুর সময় নষ্ট করি। ছয় মাস আগে চিন্তা করলাম ফেইসবুকে থাকার পাশাপাশি কিছু আয় করলে কেমন হয়। তখন ইন্টারনেটে আউটসোর্সিং ব্যাপারে পড়া শুরু করলাম। আউটসোর্সিং শুরু করলাম। কিছুদিনের মধ্যেই মোবাইল রিচার্জে টাকা পেলাম। আগ্রহ বেড়ে গেল। আস্তে আস্তে কাজ করতে করতে কিছু টাকা পেলাম। আমার  পরীক্ষার জন্য বেশি কাজ করা সম্ভব হয়নি। এখন ভাল মতো কাজ শুরু করব।  আউটসোর্সিং করার জন্য গ্রুপ করে কাজ করলে খুব ভাল হয়। একটি উদাহরন দিচ্ছি। আমরা url shortening নিয়ে কাজ করব। আপনার শর্ট করা url আপনি ক্লিক করলে টাকা পাবেন না। কিন্তু সেটা আমি ক্লিক করলে আপনি টাকা পাবেন। আবার আমার url এ আপনি ক্লিক করলে আমি টাকা পাব। কিন্তু নিজের টায় নিজে ক্লিক করে টাকা পাওয়া যাবে না। এটা শুধু একটা উদাহরন ছিল। এমন আরো কিছু টপিক নিয়ে আমরা কাজ করব। বেশি আয় করার জন্য আমি সব plan করে রেখেছি। ইন শা আল্লাহ সবাই এক সাথে ভাল মতো কাজ করতে পারব।
আপনি যা আয় করবেন তা আপনার account এই থাকবে। আমার কাছে আপনার টাকা আসবে না। তাই আপনার টাকা আমি নিয়ে যাব এমন কোন সম্ভাবনা নেই। বিশ্বাস একটি বড় জিনিস। যদি আমাকে বিশ্বাস করতে না পারেন তাহলে গ্রুপ ত্যাগ করলে খুশি হব। কাজ শুরু করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টাকা আপনার কাছেই থাকবে।
আপনি যদি মনে করেন আউটসোর্সিং করে ১ মাসেই লাখ টাকা আয় করে গাড়ি,বাড়ি কিনবেন তাহলে বলব এই ব্লগ টা আপনার জন্য না। আউটসোর্সিং কোন উদ্দেশ্য নিয়ে শুরু করা যায় না। এখানে যা পাবেন তাই লাভ। কারন আউটসোর্সিং করতে আপনার কোন দক্ষতার প্রয়োজন নেই। খুব সহজ কাজ করেই আয় করতে পারবেন। তাই আয় কিছুটা কম হবে। ১ম মাসে ১-১.৫ হাজার টাকা আয় হতে পারে। পরবর্তী তে আস্তে আস্তে আয় বাড়তে থাকবে। আমি সব শিখিয়ে দিব।
যদি বেশি আয় করতে চান তাহলে কাজ শিখে ফ্রীল্যান্সিং করতে পারেন। কিন্তু এখানে অনেক ঝামেলা। client পাওয়া যায় না, client pay করে না ইত্যাদি সমস্যা রয়েছে। তাই আউটসোর্সিং টাই আমার কাছে বেশি ভাল মনে হয়। আউটসোর্সিং এও ঝামেলা আছে। অনেক ওয়েবসাইট কাজ করিয়ে টাকা দেয় না। কিন্তু আমি যে সব ওয়েবসাইট এর কথা বলব সেগুলো trusted এবং অবশ্যই pay করবে। তাই নিশ্চিন্ত থাকতে পারেন।
পরবর্তী পোস্ট থেকেই আউটসোর্সিং শিখানো শুরু হবে। সবাই ভাল থাকবেন। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
আমার ফেসবুক গ্রুপের লিংকঃ www.facebook.com/groups/earnersbd
এই গ্রুপে আউটসোর্সিং ব্যাপারে অনেক সাহায্য পাবেন।

1 comment:

  1. আমার ২৫০০০০ সাতোশি হয়েছে আমি কত টাকা পাব।জানালে ভালো লাগত!

    ReplyDelete