Friday, June 12, 2015

Bitcoin

আসসালামু আলাইকুম। আউটসোর্সিং নিয়ে প্রথম পোস্ট করছি। প্রথমে আমরা বিটকয়েন নিয়ে কাজ করব। বিটকয়েন কি সেই ব্যাপারে বিস্তারিত বলছি।
বিটকয়েন হচ্ছে ইন্টারনেটের মুদ্রা। এটির বাস্তব কোন অস্তিত্ব নেই। ইন্টারনেটের মাধ্যমেই এর লেনদেন হয়। জাপানের সাতোশি নামের এক ব্যক্তি প্রথম এই মুদ্রা ব্যবস্থা চালু করেন।
বিটকয়েন আয় করে তা ক্যাশ আউট করা সবচেয়ে সহজ। আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা পেতে পারেন। অথবা কারো কাছে বিটকয়েন বিক্রি করেও ক্যাশ টাকা পেতে পারেন। ফেইসবুকে বিটকয়েন কেনার মতো অনেক লোক পাবেন। অথবা international shopping website (example: amazon.com) থেকে বিটকয়েনের মাধ্যমে শপিং করতে পারবেন। তাই এটা নিয়েই প্রথমে কাজ করব আমরা।
বিটকয়েন আয় করার ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে captcha fill up,watch advertisement এর মাধ্যমে আয় করতে পারবেন। কিন্তু ওয়েবসাইটে আপনাকে বিটকয়েন দিবে না। সাতোশি দিবে। ১০কোটি সাতোশি তে ১ বিটকয়েন হয়। ১ বিটকয়েন সমান ১৮০০০+ বাংলাদেশি টাকা। বিটকয়েন এর মুল্য প্রতিদিন বাড়ে কমে। কিন্তু ১৮০০০ টাকার আশে পাশেই মুল্য থাকে। একটি ওয়েবসাইটে যখন কাজ করবেন তখন মাত্র ৫০০-১০০০ সাতোশি দিবে। আপনার মনে হতে পারে এভাবে তো ১ বিটকয়েন হতে অনেক সময় লাগবে। চিন্তার কিছু নাই আমি বিস্তারিত বলছি।
আমরা ৩০-৪০ টা ওয়েবসাইটে কাজ করব। কাজ হচ্ছে ঘন্টায় ১টা captcha পূরণ করা। কিছু ওয়েবসাইটে ৫ মিনিট পরও পূরণ করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময়ে captcha পূরণ করতে দেয়। পূরণ করলেই আপনাকে ৫০০-১০০০ বা আরো বেশি সাতোশি দিবে। কাজ খুব সহজ। একটা ক্যাপচা পূরণ করতে ৫ সেকেন্ডের বেশি লাগবে না। [ ক্যাপচা হচ্ছে একটি word দাওয়া থাকবে সেটি দেখে লিখতে হবে।]
কথা গুলো শুনে কঠিন মনে হতে পারে। কিন্তু কাজ শুরু করলেই বুঝবেন কতো সহজ কাজ। যেই ওয়েবসাইট সাতোশি দেয় তাকে ফসেট বলে। গুগলে সার্চ করে লাখের উপর ফসেট পাবেন। কিন্তু সব ফসেট টাকা দিবে না। আমি ১০০০ এর উপর ফসেটে কাজ করেছি। আয় করেছি মাত্র ৩০-৪০ টা থেকেই। এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। গুগলে সার্চ দিয়ে কোন ফসেটে কাজ করা শুরু করবেন না। আমি ফসেট নাম বলে দিব।
আপনার মনে হতে পারে ফসেট গুলো বিটকয়েন দিয়ে লাভ কি! ওদের অনেক লাভ আছে। ফসেটে অনেক বিজ্ঞাপন থাকে যার মাধ্যমে ওরা আয় করে। আয়ের সামান্য কিছু আপনাকে সাতোশি হিসেবে দেয়।
এটি একটি বিশ্বাসযোগ্য পথ। আমি নিজে বিটকয়েন দিয়ে মোবাইল রিচার্জ এবং বিটকয়েন বিক্রি করে ক্যাশ টাকা পেয়েছি। তাই নিশ্চিন্তে কাজ করতে পারেন। আর আপনাকে তো কিছু invest করতে হচ্ছে না,কাজ ও জানা লাগছে না। শুধু ক্যাপচা পূরণ এবং বিজ্ঞাপন দেখেই আয় করতে পারছেন।
বিটকয়েন আয় করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনার যখন সুবিধা হয় ফসেটে ঢুকে সাতোশি আয় করতে পারবেন। মোবাইল দিয়েও এই কাজ করতে পারবেন।
আপনার বিটকয়েন রাখার জন্য অবশ্যই আপনার একটা বিটকয়েন ওয়ালেট লাগবে যেখানে আপনি আপনার বিটকয়েন জমা রাখতে পারবেন। ওয়ালেট এর জন্য www.coinbase.com -এ গিয়ে আপনার ই-মেইল এড্রেস, পাসওয়ার্ড দিয়ে একটা একউন্ট খুলে নিন।কয়েনবেস থেকে আপনি একটা address পাবেন যেটা ব্যবহার করে সকল ফসেট থেকে সাতোশি আপনার বিটকয়েন ওয়ালেটে আসবে।বিটকয়েন address পাওয়ার জন্য tools> bitcoin address>create new address -এ ক্লিক করুন। দেখবেন একটি address দেখাচ্ছে যেখানে কিছু numbers and letters আছে। এই address টি সংরক্ষণ করে রাখুন। এটি বিভিন্ন ওয়েবসাইট থেকে সাতোশি পাওয়ার জন্য ব্যবহার করতে হবে।
বিটকয়েন ওয়ালেট বানানো এবং address পাওয়া হয়ে গেল। এবার আমরা বিটকয়েন collect করব।নিচে আমি বিটকয়েন উপার্জন করার মতো বিশ্বস্ত কিছু ওয়েবসাইটের লিংক দিচ্ছি। এই ওয়েবসাইট গুলো তে যেয়ে “bitcoin address” এর যায়গায় আপনার ওয়ালেট থেকে পাওয়া address টি দিবেন। login করুন। একটি captcha দেখতে পাবেন। অর্থাত একটি box এ word দেখতে পাবেন। box er নিচের যায়গায় box এর লিখাটি লিখে “claim” ক্লিক করবেন। captcha এর যায়গায় অনেক সময় “I am not a robot” এরকম লেখা থাকতে পারে। সেখানে টিক চিন্ন দিয়ে ২টি খাবারের ছবি select করলেই হবে। অনেক ওয়েবসাইটে claim এর যায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে। একি জিনিস। ওখানে ক্লিক করলেই আপনাকে সাতোশি দিবে। সাতোশি আয় করার ওয়েবসাইটঃ
Direct website: এই ওয়েবসাইট গুলো তে সাতোশি আয় করলে সাইটে জমা হতে থাকে এবং ৫৫০০ সাতোশি জমা হলে তা আপনার bitcoin wallet এ চলে যাবে।

১. http://www.bitcoinaliens.com/faucet/?ref=56718 – এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি সাতোশি দেয়। এটায় প্রথম কাজ শুরু করবেন। প্রতি ৫ মিনিট পর পর captcha fill up করে claim click করলেই সাতোশি পাবেন।
ঘন্টায় গড়ে ৫০০০ বা আরো বেশি সাতোশি পাবেন এই সাইট থেকে। ৫৫০০ সাতোশি হলে আপনার ইমেইলে একটি মেইল যাবে। সেটি ক্লিক করে confirm করলেই আপনার bitcoin wallet এ সাতোশি চলে যাবে।

২. http://faucet.bitcoinzebra.com/?ref=7981a12c71f2 –এই ওয়েবসাইটে যেয়ে bitcoin address enter করে “feed the zebra” ক্লিক করবেন। ক্যাপচা পুরন করলে সাতোশি দিবে। ৫৫০০ সাতোশি হলে তা আপনার wallet এ চলে যাবে।

৩. http://moonbit.co.in/?ref=c6aa914b53cd –এই ওয়েবসাইট থেকে প্রতি ৫মিনিট পর পর সাতোশি পাবেন।

৪. http://freebitco.in/?r=994188 – প্রতি ঘন্টায় সাতোশি পাবেন। এখানে আপনাকে “auto withdrawal” option চালু করতে হবে। ৫৫০০ সাতোশি হলে তা আপনার ওয়ালেটে চলে যাবে।

৫. https://coinad.com/?r=4XRJAFNKH9EZPXB –এই ওয়েবসাইটে advertise দেখার মাধ্যমে আয় করতে পারবেন।

ফসেটবক্সঃ নিচের ওয়েবসাইট গুলো থেকে সাতোশি আয় করলে তা www.faucetbox.com ওয়েবসাইটে আপনার bitcoin address এ চলে যাবে। ফসেটবক্স ওয়েবসাইটে ১৩০০০ সাতোশি জমা হলে তা আপনার bitcoin wallet এ চলে যাবে। এতো কিছু না বুঝলেও চলবে। আপনি শুধু captcha fill up করে সাতোশি আয় করতে থাকবেন।

১. http://playbitco.in/?ref=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

২. http://faucet.bitcentric.net/?ref=5487020570836992

৩. http://bitcoinker.com/faucet?ref=d81bccefd6ad

৪. http://welovebtc.com/?id=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5 –এই ওয়েবসাইটে বিটকয়েন আয় করার পর cashout-faucetbox click করবেন।

৫. http://mezzabank.com/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

৬. http://bitcoinker.com/faucet?ref=d81bccefd6ad

৭. http://destinybtc.com/?id=72343

৮. http://xz.bitreg.net/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

৯. http://c-pay.org/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১০. http://mezzabank.com/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১১. http://infaucet.com/?id=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১২.https://greenbitco.in/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১৩. http://bitcoinnewsday.com/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১৪.http://www.luckybitfaucet.com/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5


১৫.  http://btcdrips.com/id=21498 

১৬.http://www.claimbit.co.uk/faucet/index.php?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১৭.http://welovebtc.com/?id=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১৮.http://scoremybits.com/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

১৯. http://www.ubit.co/?id=232381                                         

২০. http://p-free.info/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5 

২১.http://icebitco.in/?id=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

২২.http://faucet.bitcentric.net/?ref=5487020570836992

২৩. http://bq2.ru/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

২৪. http://smellslikecoins.com/btc/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

২৫. http://faucet.bitcentric.net/?ref=4760893132898304

২৬. http://goldwmr.ru/ref_10444 

২৭.http://satoshis4you.com/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5

২৮. http://www.scratch4satoshis.com/?r=1548794

২৯. http://bitcoingenie.info/?r=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5 

৩০. http://qoinfaucet.com/?id=198NtNno1wnwrk1gNkS2tBaiWSDJRwYeT5 


এই ৩৫ টি ওয়েবসাইটেই এখন কাজ শুরু করুন।কাজ করলে ৩৫টি ওয়েবসাইটেই কাজ করবেন। ১-২ টি ওয়েবসাইটে কাজ করে কোন লাভ হবে না। আমি পরবর্তী তে আরো অনেক ফসেটের লিংক দিব। এসব ফসেট অবশ্যই আপনাকে সাতোশি দিবে। ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন সাতোশি কিভাবে নিতে হবে এবং এটা কতো সহজ কাজ। মনে রাখবেন একই কম্পিউটার অথবা মোবাইল থেকে ১ টার বেশি address দিয়ে কাজ করা যাবে না। কারন এটা কোন account এর উপর নির্ভর করে না। এটা IP(Internet protocol) এর উপর নির্ভর করে। তাই এক কম্পিউটার থেকে ২ বা তার বেশি address দিয়ে কাজ করতে পারবেন না।

বিটকয়েন কিভাবে ক্যাশ আউট করবেন সেটা বলছি। আপনার coinbase এ সাতোশি জমা হওয়ার পর www.bitrefill.com এই ওয়েবসাইটে যেয়ে মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা পাবেন। এছাড়াও facebook এ বিটকয়েন নিয়ে কিছু গ্রুপ আছে যেখানে বিটকয়েন বিক্রি করে টাকা পাবেন।

5 comments:

  1. Are you tired of looking for bitcoin faucets?
    Triple your claimed satoshis with this new BITCOIN FAUCET ROTATOR.

    ReplyDelete
  2. Over at Free Bitcoin you can recieve free satoshis. 8 to 22 satoshis every 5 minutes.

    ReplyDelete
  3. BIT KONG: Fun & Addictive, provably fair bitcoin guessing game.

    DON'T Forget: Claim bitcoins every 10 minutes from the free faucet.

    ReplyDelete
  4. If you're looking to lose kilograms then you certainly need to start using this brand new tailor-made keto meal plan diet.

    To produce this keto diet, certified nutritionists, fitness couches, and professional chefs have joined together to develop keto meal plans that are useful, painless, cost-efficient, and fun.

    From their launch in 2019, 1000's of clients have already completely transformed their body and health with the benefits a professional keto meal plan diet can provide.

    Speaking of benefits; clicking this link, you'll discover eight scientifically-certified ones provided by the keto meal plan diet.

    ReplyDelete